এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রামে চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে শিপন নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।নিহত শিপন চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের আমির হোসেনের ছেলে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।এ বিষয়ে আলাপকালে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment