একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত মুক্তিযোদ্ধা" এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে দাড়িয়েছেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এমপি রতন আজ বুধবার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। সেই সাথে মুক্তিযোদ্ধা পরিবারের যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।
উল্লেখ্য, অর্থের অভাবে সু- চিকিৎসা পাচ্ছিলেন না প্যারালাইসিস আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমন একটি স্টেটাস দেন মুক্তিযোদ্ধা পুত্র মো: শাওন ইসলাম।
জানা যায়, তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা সাদেক আলী ৫ বছর ধরেই প্যারালাইসড আক্রান্ত হয়ে শুধু বিছানায় পড়ে থেকে রাত দিন পোহাচ্ছেন। অর্থের অভাবে সু চিকিৎসা পাচ্ছিলেন না তিনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment