নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) দিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান মো: আবু জাহেদ।
আটোয়ারী প্রেসক্লাবের সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে শনিবার (২৩ মে) বিকেলে তরুন চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে এসব পিপিই প্রদান করা হয়।
চলমান করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে অদ্যাবদি জেলার একমাত্র অবহেলিত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সুরক্ষা সহ করোনা কালীন অন্যান্য বিষয়গুলো বরাবর অবহেলিত থাকলেও তিনি সুরক্ষার বিষয়টি উপলব্ধি করে পিপিই সরবরাহের উদ্যোগ নেন।
আটোয়ারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সাংবাদিক মনোজ রায় হিরু, মো: হাসিবুর রহমান, রাব্বু হক প্রধান, মো: নাজমুল হক ও দপ্তর সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।
উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ সুরক্ষা সামগ্রী পেয়ে রাধানগর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু জাহেদ কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment