একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের খুঁটির পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোর নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের ছাতক-দোয়ারাবাজার সড়কে পাশে এ ঘটনা ঘটে। নিহতর নাম ওলিউর রহমান (১৫)। নিহত কিশোরের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুড়া আছদনগর গ্রামে। সে গ্রামের শামছু মিয়ার পুত্র।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় দুপুরে ওলিউর রহমান ১১ হাজার ভোল্টেজের ওয়াবদা( পিডিপি) বিদ্যুৎ লাইনের খুঁটিতে শালিক পাখি বাসা করে। ঐ খুঁটির পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে সড়কের পাশের পরে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসেম একুশে মিডিয়াকে জানান, বিষয়টি আমি গণমাধ্যম কর্মীর কাছ থেকে শুনেছি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment