চট্টগ্রামে আরও ৫৪ জন ‘করোনা’য় আক্রান্ত এ পর্যন্ত ৮৪৫ জনে দাঁড়ালো - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 18 May 2020

চট্টগ্রামে আরও ৫৪ জন ‘করোনা’য় আক্রান্ত এ পর্যন্ত ৮৪৫ জনে দাঁড়ালো

রোমান উদ্দীন চৌধুরী ,বিশেষ প্রতিনিধি-চট্টগ্রাম:

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৫৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৮৪৫ জনে দাঁড়ালো।

সোমবার (১৮ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজ সহ চট্টগ্রামের দুটি ল্যাবে ২২২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১২৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭৪টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এছাড়া কাজ শেষ করতে না পারায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পরীক্ষার ফলাফল আজ (সোমবার) পাওয়া যায়নি।

কোভিড -১৯ আপডেট 
১৮.০৫.২০২০ খ্রীঃ ( সোমবার ) 
সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম 
======================================
চট্টগ্রাম বিআইটিআইডি তে
১২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৭টি পজিটিভ মহানগরসহ চট্টগ্রামে ২৭ টি পজিটিভ [ মহানগর ২১ এবং উপজেলায়-( সীতাকুণ্ড - পটিয়া-১মীরসরাই-১বাশখালী-,হাটহাজারী -,চন্দনাইশ-)  
মোট নেগেটিভ =৯৭টি 

চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU)তে:
৭৪ টি নমুনা পরীক্ষার ফলাফলে মোট ২৪ টি পজিটিভ, তৎমধ্যে চট্টগ্রামে ২২ টি,খাগড়াছড়িতে টি পজিটিভ চট্টগ্রামে মহানগর -,উপজেলায় -২২(পটিয়া-,সীতাকুণ্ড -,হাটহাজারী -৬বাশখালী-মোট নেগেটিভ-৫০ 
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২৪ টি নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের টি পজিটিভ( লোহাগাড়া- ) ১৯ টি নেগেটিভ 
চট্টগ্রামে সর্বমোট পজিটিভ (কক্সবাজার মেডিকেল কলেজ +বিআইটিআইডি ২৭ টি+সিভাসু( CVASU)২২টি) = ৫৪ টি 
মহানগর (২১ ) + উপজেলায়(৩৩) =৫৪ টি ( চট্টগ্রাম)।





একুশে মিডিযা/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages