একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীর উপকূলীয় ইউনিয়নর বাসিন্দাদের বাঁচাতে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ কোটি টাকার স্থায়ী বেড়িবাঁধ নির্মানের প্রকল্পের জন্য বরাদ্দ প্রদান করেন।
ইতিমধ্যে কাজ প্রায় শেষের দিকে করোনা ভাইরাসের কারনে কিছু দিন কাজ বন্ধ থাকার পর শনিবার থেকে পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেন উপজেলা প্রশাসন।
শনিবার উপজেলার বাহারছাড়া বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) তারেকুল ইসলাম, বাঁশখালী থানার অফিসার ইনসার্জ ওসি রেজাউল করিম মজুমদা, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলা, মেসার্স হাচান এন্ড ব্রাদার্স এর মোহাম্মদ জাকির সমন্বয়করি মোহাম্মদ মোহসিন।
পরিদর্শন শেষে কাজের বাকি অংশ দ্রুত শেষ করার নির্দেশ দেন। সহকারী কমিশনার(ভূমি) তারেকুল ইসলাম।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment