কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় কুমিল্লা ফেরত সম্পা (২৩) নামে এক গৃহবধূ করোনা রোগে আক্রান্ত। সে কুমিল্লার একটি ইট ভাটার কাজে নিয়োজিত ছিলো বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত ওই নারী উপজেলার সিংগীমারী ইউনিয়নের দ: গড্ডিমারী গ্রামের ৫নং ওয়ার্ডের সবুজ মিয়ার স্ত্রী। এছাড়া তার স্বামীরও নমুনা সংগ্রহ করা হয়।
সে কুমিল্লার একটি ইট ভাটার কাজে নিয়োজিত ছিলো,গত রবিবার (৩ মে) সে বাড়িতে আসে। সেখান থেকে চিকিৎসক এসে তার নমুনা সংগ্রহ করে। পরে পরীক্ষা নিরীক্ষার পর বৃহস্পতিবার (৭ মে) তার করোনা পজেটিভ রেজাল্ট আসে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. নাঈম হাসান নয়ন বলেন, করোনা পজেটিভ ওই নারীর কোন উপসর্গ দেখা দেয়নি। এছাড়া তার স্বামীর নেগেটিভ হলেও তিনদিন পর তারও পরিক্ষা করা হবে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন নিউজবিজয়কে জানান, আমরা সেখানে যাচ্ছি। ওই এলাকা লকডাউন করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment