একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে মঞ্জিল মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের জসিম মিয়ার পুত্র।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিশুটির পিতা জসিম মিয়া মাছের খাদ্য দিতে বাড়ির সম্মুখস্থ মাছের পুকুরে যান। এ সময় পবিারের সকলের অজান্তে শিশু মঞ্জিলও বাবার পিছু ধরে পুকুরের দিকে যায়। কিছুক্ষণ পর মঞ্জিলকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির সকলে গ্রামজুড়ে হন্য হয়ে তাকে খুঁজতে থাকেন।
অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমি বিষয়টি নিশ্চিত হয়েছি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment