আল আমিন মুন্সী:
মুসলমানদের সব চেয়ে আনন্দ দিন হলো ঈদের দিন। ঈদ আসলে সবাই নতুন জামা কাপড়ও প্রয়োজনের
জিনিস পত্র কিনে। কিন্তু রাস্তায় থাকায় অসহায় বাচ্চাদের খোজ নেয় না কেউ, তাই এই ইদুল ফিরতে সাভার থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, লিজা আক্তার। এর নিজ অর্থায়নে রাস্তায় থাকা,১০০, অসহায় পথশিশুদের জন্য, ঈদের জামা কাপড় কিনে তাদের মাঝে বিতরণ করা হয়।
ছেলেদের টিশার্ট প্যান্ট, আর মেয়েদের থ্রিপিস দেওয়া হয়েছে, ঈদের জন্য নতুন জামা পেয়ে রাস্তায় থাকা অসহায় বাচ্চাদের মুখে হাসি ফুটে উঠে, তারা অনেক আনন্দিত হয়।
এ বিষয় সাভার থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, লিজা আক্তার, একুশে মিডিয়াকে বলেন, ঈদ আসলে আমরা অনেক শপিং করি কিন্তু এই রাস্তায় থাকা বাচ্চাদের আমরা দেখেও দেখি না। আমি সব সময় চাই অসহায় বাচ্চারা হাসি খুশি থাকুক, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আমার সারাজীবন অসহায় বাচ্চাদের পাশে থাকতে পারি এবং তাদের মুখে হাসি ফুটাতে পারি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment