ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে দুরন্ত পলাশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 22 May 2020

ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে দুরন্ত পলাশ

আল আমিন মুন্সী:
নরসিংদী জেলার পলাশ উপজেলায়    করোনায় ক্ষতিগ্রস্ত (৪০০) মধ্যবিত্ত ও অসহায় গরীব মানুষের  মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। পলাশ উপজেলার সংগঠন দুরন্ত পলাশ এর সকল সদস্যরা মিলে এই কার্যক্রম করেন।
ঈদ উপহার মধ্যে হয়েছে। সেমাই চিনি লুডুস দুধ সহ ইত্যাদি, খাদ্যসামগ্রী মধ্যে  
হয়েছে। চাউল ডাল আলু   পেঁয়াজ   তৈল সহ খাদ্যসামগ্রী  ইত্যাদি   দুরন্ত পলাশ সংগঠনের সদস্যরা বলেন  সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই কাজ গুলো করে যাচ্ছি।  আমাদের কার্যক্রম সব সময়  অব্যাহত থাকবে। 
সকলে আমাদের সংগঠন দুরন্ত পলাশ এর জন্য দোয়া করবেন এবং সকল সদস্যর ও জন্য দোয়া করবেন। তারা যেনো তাদের সারাজীবন অসহায় গরীব মানুষের  পাশে থেকে সহযোগিতা করে যেতে পারে। আমাদের সংগঠন এর যে কোনো সদস্যর কাছে  যদি কেউ খবর পৌছাইতে পারে। এক এলাকার মানুষ না খেয়ে কষ্ট আছে।  আমরা সাথে সাথে খাবার নিয়ে ঐ খানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages