লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো: ফরিদ উদ্দিন আর নেই - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 3 May 2020

লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো: ফরিদ উদ্দিন আর নেই

মোহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া (চট্টগ্রাম)  প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো: ফরিদ উদ্দিন রবিবার  ভোর ছয়টায় লোহাগাড়া সিটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
তিনি উপজেলা সদর ইউনিয়নের দরবেশহাটের সওদাগর পাড়া এলাকার মৃত আসহাব মিয়ার পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও একমেয়ে রেখে যান। নানা রোগে ভুগছিলেন তিনি।
 তার অকাল মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও  জনপ্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ এমপি, প্রধানসন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রিয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দিন হিরু সহ অনেেেকই।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages