কুমিল্লায় আরো নতুন ১২ জনের করোনা সনাক্ত, মৃত্যু ২ জন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 8 May 2020

কুমিল্লায় আরো নতুন ১২ জনের করোনা সনাক্ত, মৃত্যু ২ জন


এম এ বাশার, কুমিল্লা উত্তর জেলা:

বিশ্বের (কোভিড -১৯) মোহামারি ভাইরাসে সংক্রমণের কারনে লকডাইনে ও মানছেনা বাংলার খেটা খাওয়া মানুষ।ছারতে পারছে না হাট বাজার,তার সু্যোগে কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে । এ পর্যন্ত জেলায় আক্রান্ত ১৩৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের। ফলে মৃত্যু সংখ্যা গিয়ে দাড়ালো  ৬ জনে।
আজ শুক্রবারে করোনায় আক্রান্ত  ১২ জনের মধ্যে কুমিল্লা সিটিতে ২  জন, কুমিল্লা সদরে একজন , বরুড়ায়  ৩ জন ও দেবিদ্বারে ৬  জন। 
আজ শুক্রবার ( ৮ মে)  দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের ফেসবুকে এ তথ্য অনুযায়ী  ।
কুমিল্লা জেলায় শুক্রবার পর্যন্ত জেলার ১৭ উপজেলার মধ্যে ১৫ উপজেলায় করোনা রোগি পাওয়া গেছে ১৩৪  জন। তবে কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।
কু‌মিল্লায় ক‌রোনা ভাইরা‌সমুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হ‌য়ে‌ছেন ২৭  জন।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা দেবিদ্বার ৩৬ জন, লাকসামে ১৩ জন, মুরাদনগরে ১২জন, চান্দিনায় ১১জন,তিতাসে ১১জন, বরুরায় ১০জন দাউদকান্দি ৮জন, বুড়িচংয়ে ৮ জন,কুমিল্লার নগরীতে ৬ জন মনোহরগন্জে ৫ জন,সদর দক্ষিনে ৩ জন সদরে ২ জন ,মেঘনায় ২ জন ব্রাম্মনপপাড়ায় ২ জন, হোমনায় ২ জন, চৌদ্দগ্রামে ১ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ১৩৬ জন।



একুশে মিডিযা/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages