মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপেও অবশেষে করোনা রোগি সনাক্ত হলো। এতদিন বিভিন্ন উপজেলা করোনা রোগি সনাক্ত হলোও কুতুবদিয়া দ্বীপ ছিল করোনা রোগি মুক্ত।
করোনায় আক্রান্ত রোগী উত্তর ধূরুংয়ের ৭নং ওয়ার্ডের শাহাব উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার বলে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সুত্রে জানায়। কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম করোনা রোগি সনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন গত ১২ মে এ রোগি কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
পরীক্ষার রোগিটির রেজাল্ট পজেটিভ আসে বলে জানান। তিনি আরো বলেন- এ পর্যন্ত ২০০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় তার মধ্যে গত ১২ তারিখে ৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে নাছিমা আক্তার নামের রোগিটা পজেটিভ আসে। বর্তমানে রোগিটি কুতুবদিয়ায় আছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment