এম এ হাসান, কুমিল্লা:
সাম্প্রতিক সময়ে আলোচনা জড় তোলা কুমিল্লার ৬৫ বছরের রিক্সা চালক সামছুল হক ও ৮ম শ্রেনীর ছাত্রী মরিয়ম এর বিয়ে পড়ানো ভূয়া কাজী সারওয়ার কে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
গতকাল গ্রেপ্তার হয়েছিলো সামছুল হক সামু।জানা যায় যে সামসু মরিয়মের বিয়ের ভুয়া কাজী সরওয়ার কে আটক করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ।
কুমিল্লা মহানগরীর ৭ নং ওয়াডের কাজী মজিবুর রহমানের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।জানা যায় আটক সরওয়ার কাজী মজিবুর রহমানের স্বাক্ষর সিল নকল করে সামসু মরিয়মের বিয়ে পড়ায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment