মো: মনিরুল ইসলাম ,কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের জৈক্যার পাড়া গ্রামের বাসিন্দা মৃত সাচি মিয়ার বাড়িতে আগুন লেগে বসতঘরসহ রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন তিন ভাই মুসলেম উদ্দিন, রেজাউল করিম, শেরজান খান। মুসলেম উদ্দিন ও রেজাউল করিম ক্ষুদ্র সুপারির ব্যবসা করে কোনো রকমে সংসার চালাতো। স্থানীয় এলাকাবাসী জানান, তাদের পরনের থাকা কাপড় ছাড়া আর কোনো সম্ভল এখন নেই। আগুনে বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে তারা এখন নিঃস্ব।
সরেজমিন জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। বিকাল ৩ ঘটিকার সময় এই আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও অক্ষত অবস্থায় ঘরের কোনো কিছু পাওয়া যায় নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা হতে পারে জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment