সুনাগঞ্জের দোয়ারাবাজারে জনতার হাতে তিন গরুচোর আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 16 May 2020

সুনাগঞ্জের দোয়ারাবাজারে জনতার হাতে তিন গরুচোর আটক

একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারের জনতার হাতে তিন গরুচোর আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে- দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের রুকন মিয়ার পুত্র সুন্দর আলী (২৪), একই গ্রামের মৃত মমস্বর আলীর পুত্র মইনুল (২৪) এবং ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের দিঘলবন্দ গ্রামের মৃত ফজর আলীর পুত্র জমির আলী (৩০)।

শনিবার বিকালে তাদেরকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি সংঘবদ্ধ গরুচোর চক্র বীরেন্দ্রনগর গ্রামের আব্দুস সহিদ লন্ডনীর ভাগ্নে দিলোয়ার হোসেন ও একই গ্রামের মদরিছ আলীর গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি করে নিয়ে যায়। এসব চোরাই গরুসহ একটি ইঞ্জিন নৌকা (ট্রলার) দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়দের হাক-চিৎকার ও মাইকিং শোনে চেলা নদীতে মাছ শিকারিদের সহযোগিতায় গরুসহ চোরদের আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজুর পর তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages