নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া আলোড়ন সমবায় সংঘের উদ্যোগে আলোয়াখোয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে রান্না করা ইফতার সামগ্রী গত তিন দিন থেকে বিতরণ করা হয়েছে।
পবিত্র সিয়াম সাধনার মাসে মহামারী করোনা দুর্যোগের প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষরা মুখরোচক খাবার দিয়ে ইফতার করতে পারছেন না।
বিষয়টি ভেবে আলোড়ন সমবায় সংঘের যুব সদস্যরা এলাকার কিছু বিত্তবান ব্যক্তি ও নিজেদের আর্থিক সহযোগিতায় গরীব, দুস্থ্য রোজাদার মানুষের হাতে ইফতারের পুর্ব মহুর্তে এক প্যাকেট করে রান্না করা ইফতার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছিয়ে দেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, গত তিন দিন ধরে দুস্থ্য রোজাদারদের মাঝে পুষ্টিকর ইফতার সামগ্রী বিতরণ করছি। প্রতিদিন গড়ে ৩ শত রোজাদারকে আমরা ইফতার করাতে পেরে গর্বিত বোধ করছি। ইফতার সামগ্রী পেয়ে দুস্থ্য রোজাদারদের মুখে হাসি দেখে সত্যিই আমরা মুগ্ধ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment