মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় অলীকুল সম্রাট হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবী (রাহ) স্মৃতি পাঠাগার উদ্যোগে "হিলফুল ফুজুল কুতুবদিয়া" সংগঠনের ব্যবস্থাপনায় এলাকার অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
"হিলফুল ফুজুল কুতুবদিয়া" সংগঠনের সভাপতি ও কুতুব শরীফ দরবার পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী এর সুযোগ্য পুত্র আলহাজ্ব শেখ আখতারুল হকের দিক-নির্দশনা অনুযায়ী এলাকার অসহায় দরিদ্র মানুষের খোজ-খবর নিয়ে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
৯মে সকাল ১০টায় কুতুব শরীফ দরবার সংলগ্ন হযরত শাহ আব্দুল মালেক (রাহ) স্মৃতি পাঠাগারের অফিস থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল- মুড়ি, চনা, চিনি, পিয়াজ, তৈল, সেমাই, আলো।
বিতরণকালে উপস্থিত ছিলেন- হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠনের সহ-সভাপতি মো: মনিরুল ইসলাম, হাফেজ ইউসুফ, সাধারণ সম্পাদক মো: ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব আলম, অর্থ সম্পাদক কপিল উদ্দিন, প্রচার সম্পাদক জিয়াউল হক, সহ-প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, এলাকার আব্দু শুক্কুর, মফিজ আলম প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment