আল আমিন মুন্সী:
করোনাভাইরাস এ সময়। মাঠে থেকে জীবনের ঝুকি নিয়ে। কাজ করে যাওয়া। সাংবাদিকদের সুরক্ষার জন্য, পিপিই দিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সমাজ সেবক সকলের প্রিয় কবি আইরিন খান।
এ বিষয় যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী কবি আইরিন খান। বলেন, সাংবাদিকরা কাজ করতে গিয়ে, করোনায় আক্রান্ত হয়েছে, এবং মারাও গেছে, তাই আমি চিন্তা করলাম তারা যেনো ভালো থাকতে পারে। এবং সব সময়, সব ধরনের খবর সবাই কে পৌছাতে পারে।
তার জন্য, আমি এশিয়ান টিভি, একুশে টেলিভিশন, ৭১ টিভি, আই টিভি, দোয়েল বাংলা টিভি, যে টিভি, কে আমার পক্ষ থেকে পিপিই দিলাম। আমার জন্য দোয়া করবেন। আমি যেনো সব সময়, সব ধরনের মানুষের পাশে থাকতে পারি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment