মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার দোহারে নতুন করে ভাইরাস করোনা সনাক্ত হয়নি। তবুও সকলকে সতর্ক থাকতে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।
তিনি উপজেলার মাহমুদপুর আশ্রামে শিশুদের খাদ্য বিতরণ শেষে এ কথা বলেন। শনিবার বিকেলে, উপজেলার মাহমুদপুর আশ্রমে দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
ত্রাণসামগ্রী বিতরণ শেষে রিবা বলেন, দোহারে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তি সনাক্ত হয়নি।
তবে আমরা যে করোনা মুক্ত তা ও বলা যাবেনা। সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। করোনা সন্দেহে ২৪৮ জনের নমুনা পরিক্ষা দিলে ৪ জন সনাক্ত হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এ সময় উপস্থিত ছিরেন, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, জসিম উদ্দিন প্রমূখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment