মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার দোহারে সরকারি নির্দশনা অমান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায়, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা পৌনে তিনটায়, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে উপজেলার পালামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে।
সরকারি নির্দেশ অমান্যকরে তিনটি প্রতিষ্ঠান রাখার অপরাধে, তিন ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিনজনকে অর্থদন্ড প্রদান করেন।
আদালতটি পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ব্যপারে একুশে মিডিয়াকে বলেন, সীমিত পরিসরে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সরকার ১০ মে থেকে সকাল ১০টা হতে ৪টা পর্যন্ত দোকান খোলার নির্দেশনা দিয়েছেন। উপজেলার কিছু সংখ্যক ব্যাবসায়ী নির্দেশনার আগেই ব্যবাসা চালিয়ে যাচ্ছেন।
এ অপরাধে তিন ব্যবসায়ীকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া ১০ মে-এর আগে কোন দোকান খুললে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment