নিতিশ চন্দ্র বর্মন নিরব, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আটোয়ারীতে ১২মে করোনা দুর্যোগে প্রতিবেশীদের খাদ্য সহায়তা করছেন জনৈক বীরমুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম ছবি: একুশে মিডিয়া। |
পঞ্চগড়ের আটোয়ারীতে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া প্রতিবেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: নজরুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে মঙ্গলবার (১২ মে) সকালে গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখরী এলাকায় শতাধিক প্রতিবেশী দুস্থ্য পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় তার ছোটভাই বীর-মুক্তিযোদ্ধা মো: জাহেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে মো: হাবিবুল্লআহ বেলালী (হাবিব) সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও সাবান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment