মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহকে নিয়ে কটুক্তি করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত অানার অভিযোগে রাকেশ চক্রবর্তী (১৮) নামের এক যুবককে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। রাকেশ উপজেলার গালিমপুর ঠাকুর বাড়ির মৃত হরিপদ চক্রবর্তীর ছেলে। মঙ্গলবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাকেশ উপজেলার গালিমপুর ঠাকুর বাড়ির মৃত হরিপদ চক্রবর্তীর ছেলে।
নবাবগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল আলম জানান, রাকেশ চক্রবর্তী নামের ওই যুবক ফেসবুক ম্যাসেঞ্জারে আল্লাহকে নিয়ে কটুক্তি করলে সোমবার রাতে ফেসবুকে ভাইরাল হয়। স্থানীয় মুসলমানরা এ ঘটনায় তাকে আটক ও শাস্তির দাবি করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে রাকেশকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয়রা একুশে মিডিয়াকে জানায়, রাকেশ আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে তা ইসলাম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা এর উপর্যুক্ত বিচার চাই।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল একুশে মিডিয়াকে বলেন, রাকেশ চক্রবর্তীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment