রেখা মনি ,রংপুর:
আরপিএমপি গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জনৈক মোঃ নাজমুল হাসান (২৮), পিতা- রফিকুল ইসলাম, সাং- বুড়িরহাট বাহাদুর সিং, থানা-পরশুরাম, আরপিএমপি রংপুর এর বসত বাড়ী সংলগ্ন রাদিয়া বেকারী তে অভিযান পরিচালনা করেন।
সেখানে অস্বাস্থ্যকর অবস্থায় বেকারী পন্য উৎপাদন, সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে বেকারির মালিক কে আটক করা হয়।
বেকারীর মালিক অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান নিরাপদ খাদ্য আইন ৩৩ ধারায় বেকারির মালিক কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল আদেশ দেন। এসসময় উক্ত বেকারীর মালিক মোঃ নাজমুল হাসান জরিমানার টাকা জমা প্রদান করিলে প্রথম বারের সতর্ক করে মুক্তি দেয়া হয়। আরপিএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment