এম এ হাসান. কুমিল্লা:
বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) দূর্যোগ মোকাবেলায় “উত্তরণ ফাউন্ডেশন” প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে বেদে সম্প্রদায়ের ২ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ।
উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. এনামুল হক খন্দকারের সহযোগিতায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মো. রমজান আহমেদ, চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) ত্রিনাথ সাহা, চৌদ্দগ্রাম থানার এসআই মো. আরিফ হোসেন, সাংবাদিক আবু বকর সুজন, বেদে সম্প্রদায়ের দলনেতা আবুল হোসেন স্বপন, শাহনূর মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উত্তরণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সহ ফাউন্ডেশনের পরিচালকগণকে ধন্যবাদ জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment