বাঁশখালী‌তে ধা‌নি জ‌মি হ‌তে ৪শ` লিটার চোলাই মদ উদ্ধার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 12 May 2020

বাঁশখালী‌তে ধা‌নি জ‌মি হ‌তে ৪শ` লিটার চোলাই মদ উদ্ধার

সৈকত আচার্য‌্য, বি‌শেষ প্রতি‌বেদক:

চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার সাধনপুর ইউ‌নিয়‌নের ৫নং ওয়ার্ডের বাণীগ্রাম জলদাশপাড়া সংলগ্ন ধা‌নি জমি হ‌তে ঘাস (কাটা শুক‌নো ধানগাছ) দি‌য়ে চাপা রাখা অবস্থায় ৯‌টি বস্তা ভ‌র্তি আনুমা‌নিক ৪শ` লিটার চোলাই মদ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।
মঙ্গলবার (১২ মে) রাত ৯ টার দি‌কে এলাকাবাসী ও স্থানীয় চৌ‌কিদার ব‌শি‌রুল আল‌মের সহ‌যো‌গিতায় মদ গু‌লি উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। ত‌বে ওই মদ গু‌লি কে বা কারা এ‌নে‌ছে তা এখনও জানা যায়‌নি।
চৌ‌কিদার ব‌শিরুল আলম ব‌লেন, বাণীগ্রাম এলাকায় সম্প্রতি মাদক বি‌ক্রেত‌া ও সেবনকারীরা বে‌পো‌রোয়া হ‌য়ে উঠায় আ‌মি এই এলাকায় বি‌ভিন্ন স্থা‌নে গোপ‌নে খোঁজ খবর নিই।
এরই ম‌ধ্যে বাণীগ্রাম ৫নং ওয়া‌র্ডের জলদাশ পাড়া সংলগ্ন ধা‌নি জ‌মি‌তে মদ রাখা হ‌য়ে‌ছে জান‌তে পে‌রে সরজ‌মি‌নে এ‌সে দে‌খি।
পরবর্তী‌তে রামদাস হাট পু‌লিশ বি‌টে খবর দি‌লে পু‌লিশ এ‌সে ৯‌টি বস্তা ভ‌র্তি আনুমা‌নিক ৪শ লিট‌ার মদ উদ্ধার ক‌রে‌ছেন।
এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মো. রেজাউল ক‌রিম মজুমদার একুশে মিডিয়াকে ব‌লেন, এলাকাবাসী ও স্থানীয় চৌ‌কিদার ব‌শিরুল আল‌মের কাছ থে‌কে খবর পে‌য়ে মদ গু‌লো উদ্ধার করা হ‌য়ে‌ছে। এই মদ গু‌লো বা কারা এ‌নে‌ছে তা এখনও জানা যায়‌নি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages