মোহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দ্বিতীয় করোনা আক্রান্ত যুবক (২৭) এর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ উপজেলার পদুয়া ফরিয়াদিরকুলস্থ তার বাড়িটি লকডাউন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ ও ওসি জাকের হোসাইন মাহমুদ।
জানা যায়, গত এক সপ্তাহ আগে উক্ত যুবক ঢাকা থেকে লোহাগাড়ার নিজ বাড়িতে আসেন।
বাড়িতে আসার পর থেকে তিনি হোম কোয়ান্টোইনে রয়েছেন। তারপর তার নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম। সোমবার রাতে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ একুশে মিডিয়াকে জানান, উক্ত যুবকের করোনা আক্রান্তের খবর পাওয়ার পর পদুয়ার ফুরয়াদিরকুল এলাকায় গিয়ে তার বাড়ি লকডাউন করা হয়েছে। লোহাগাড়া (চট্টগ্রাম)- লকডাউন করা হয়েছে উক্ত যুবকের বাড়ি-ইত্তেফাক।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment