দোহার ও নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মচারীদের নেই স্বস্তি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 30 May 2020

দোহার ও নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মচারীদের নেই স্বস্তি

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকা দোহার ও নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মচারীদের নেই ধর্মীয় উৎসবের আমেজ। বিরতিহীন ভাবে চলছে তাদের জীবন। লকডাউনে কর্মকর্তারা স্বজন নিয়ে ঘরবন্দি থাকলেও কর্মচারীরা রাতদিন চষে বেড়ায় এ গ্রাম থেকে সে গ্রামে।
লকডাউনে কর্মকর্তারা মাস শেষে পেয়ে যাচ্ছে বেতন-ভাতা, কর্মচারীদের নেই কোন স্বস্তি। একদিন বন্ধ হলেই কাটা হচ্ছে অর্থ। ঈদের দিনেও বন্ধ নেই তাদের। গ্রামের পথেঘাটে মটরবাইক নিয়ে করছে ঘুরাফেরা। ঈদের তৃতীয় দিনে  উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে, পল্লী বিদ্যুতের লাইনের ১৯ টি খুটি হেলে পড়ায়, দুই উপজেলা বিদ্যুৎ হীন হয়ে পরে।
দুই দিনব্যপী পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় বিদ্যুৎ লাইন   মেরামত করে। কয়েকজন কর্মচারী জানায়, আমাদের ভাগ্যটাই খারাপ, লকডাউনে অফিসাররা মেইন গেটে তালা দিয়ে বাসায় থাকছে পরিবার পরিজনের সাথে। আমাদের কি স্বজন নেই, সবই আছে চাকুরী হারানো ভয়ে যেতে পারছি না।
একটা ঈদও স্বজনদের সাথে করতে পারি নাই। পল্লী বিদ্যুৎ সমিতির উপ- ব্যবস্থাপক প্রকৌশলী খুরশীদ আলম জানান, উপজেলার নিকড়া-বানাঘাটা সড়কের সংযোগ সড়ক টিকরপুর চকে ঢাকা হাসনাবাদ গ্রীড থেকে আসা পল্লী বিদ্যুতের ১৯টি খুটি হেলে পড়ে।এতে বিদ্যুৎ বিতরন বন্ধ হয়ে পড়ে দুই উপজেলায়। খুঁটিগুলি মেরামত করে বিদ্যুৎ বিতরন নিশ্চিত করারর জন্য কোন কর্মচারীকে ছুটি দিয়ে পারি নাই। এক সপ্তাহ আগেই ইন্টার নেটে ঝড় হওয়ার সংবাদ পেয়েছি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages