একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
করাচির একটি আবাসিক এলাকায় পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার (পিআইএ) একটি এয়ারবাস ৯৮ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে।এখন পর্যন্ত উদ্ধার বা হতাহতের খবর জানানো হয়নি।তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন।<:একুশে মিডিয়া:>
শুক্রবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি মডেল কলোনিতে এ৩২০ এয়ারবাসটি বিধ্বস্তের ঘটনা ঘটে।<:একুশে মিডিয়া:>
পাক বিমান সংস্থার মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বিমানটি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাহোর থেকে করাচির উদ্দেশ্যে ছেড়ে আসা বিমানটিতে ৯০ যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ২৪ নিউজের প্রোগ্রামিং পরিচালক আনসার নাগবি ছিলেন।<:একুশে মিডিয়া:>
তিনি বলেন, এখনই কিছু বলা বলা যাচ্ছে না। আমাদের ক্রুরা জরুরি অবতরণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা স্বচ্ছতার সঙ্গে তথ্য সরবরাহ চালিয়ে যাব।<:একুশে মিডিয়া:>
মূল্যবান প্রাণহানির জন্য দেশটির সেনা প্রধান জেনারেল কামার বাজওয়া সমবেদনা প্রকাশ করেছেন।<:একুশে মিডিয়া:>
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরে (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়, বেসারকি প্রশাসনের উদ্ধার কাজে সহায়তার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment