রেখা মনি, রংপুর বিভাগ:
মোঃ আব্দুর রশিদ পেশায় পুলিশ অফিসার।মননে কাব্যিক কবি লেখক ও সাহিত্যিক।কয়েকদিন আগেও সকাল সন্ধ্যা রাত চষে বেড়িয়েছেন আপনার শহর, হাতে মাইক স্পিকার নিয়ে।শুধু ভরাট কন্ঠ আর কথা দিয়ে যতটা পারা যায় সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে ঘরে রাখার চেষ্টা করছেন।
সবটা সময় অফিসারদের ব্রিফ করতেন সবার অবস্থা খারাপ মানুষের মাঝে আমাদের নেগেটিভ ইমেজ তৈরি করা যাবে না।তোমরা লাঠির ব্যবহার করিও না। এই সংকটকালীন সময় শুধু সচেতনতা আর কনভেঞ্জ,করেই ঘরে রাখার একটা অদম্য ইচ্ছা ছিলো তার। আজ তিনি কোভিড—১৯ তে আক্রান্ত তবুও দমে নেই। এই মানুষটাই হতে পারে লক্ষ করোনা রোগীর আদর্শ।
তিনি বলেই যাচ্ছেন অফিসারদের—করোনা হয়েছে তাতে কি ?আমি নিয়ম মানছি ,করোনা আক্রান্ত মানেই মরে যাওয়া না। আমি আবার আসছি ইনশাআল্লাহ।
সেলুট আপনাকে দিনে ১০ বারের অধিক নিজে থেকে ফোন দিয়ে সবার মনোবল ধরে রাখার এই যে অদম্য ইচ্ছা মৃত্যু ফিরে যাবে ইনশাআল্লাহ।
আবার বসবে কবিতা পাঠের আসর।রবীন্দ্রনাথ, মাওসেতুং সেক্সপিয়ার এলিয়েট না, তিনি বলেন, আমি কাউকে মানি না।এবার হবে যৌবনের কবিতা বুড়া অথর্ব কবিদের আমি মানি না।
ফিরে আসুন কবি আবার এই শহরে মাইক পিস হাতে নিয়ে।
আপনি হবেন সভাপতি এই মিনতি সবার।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment