মোহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বৃহস্পতিবার দুপুরে “ঈদ আনন্দ -২০২০ আয়োজনের মাধ্যমে এক পুলিশ কর্মকর্তা অসহায়, দু:স্থ কর্মহীন, হত দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন। উপজেলা সদরের লোহাগাড়া সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে এক ব্যাতিক্রমী ্আয়োজনের মাধ্যমে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ উপহার সামগ্রি তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ও থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক।
এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা গণমাধ্যমকে জানান, করোনার সংকটকালে বাংলাদেশ পুলিশ সবসময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতে বিপর্যস্ত অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে ঈদ আনন্দ-২০২০ আয়োজনের মাধ্যমে লোহাগাড়ার একশ পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে। তিনি ইতিমধ্যে ৫‘শ পরিবারকে খাদ্য সামগ্রি প্রদান করেছেন বলে জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment