একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-আব্দুল্লাহ আল নোমান:
ঊনিশের ঈদ গেলো হাসি খুশি,
একুশের ঈদটা সন্দীহান, যদি না
বিশের ঈদটা ভিন্ন মাত্রায়!
অদৃশ্য ভাইরাসে, বসবে যার পাশে,
বাঁচি করনার থেকে এ যাত্রায়।।
ফাইন,করোনা দেখতে রাস্তায়!
সাবধান!ভাইরাস এভাবে ছত্রায়,
তার পরেও মানছেনা আইন, করেও
আইন কিংবা ফাইন হবেনা কাজ!
যে ভাবে বাড়ছে, প্রান কাড়ছে, কেনো
বের হচ্ছে কিসের আস্থায়?
এদেরকে ভরতে হবে বস্তায়।।
যেখানে অনেকে অনাহারে দ্বারস্থ
কিনতে হবে জামা,সঙ্গে পায়জামা,
এমন ক্রান্তিকালীন দূরাবস্থায়!
এক ইশ্বরের অাস্থায়।
সংগ্রহে- হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি।একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment