এম এ বাশার, কুমিল্লা উত্তর জেলা:
দোকানে ৫ টাকা বাকি দেওয়াকে কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারে দুই পক্ষের সংঘর্ষে ১৮টি ঘর ভাঙচুর, লুটপাট ও হামলা।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০/১৫ জন আহত হয়েছে। আহদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ারসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার দুপুরে দেবিদ্বার থানায় মো. সোহেল হাসান নামে এক ভুক্তভোগী ২৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলো, কামরুজ্জান ভূইয়া, সোহেল রানা, মো. সুমন, আরিফ,আব্দুল কাদির, শাহ আলম, আবদুর রশিদ, শিশু মিয়া, কামরুল, নাজমুল, জয়দল হোসেন,ফারুক, লিটন, রফিক, রাসেল, সৌরভ, মোর্শেদ, হান্নান, বাচ্চু মিয়া, সাইফুল ইসলাম, সাইদুল, মিন্টু মিয়া, জুয়েল, মজুম ভূইয়া, জহির, শাহীন, হিরণ মিয়াসহ আরও অজ্ঞাত ১০০/১৫০ জন।
মামলার বিবরণ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘোষঘর মেড্ডা মার্কেটে খোরশেদ মিয়ার সাথে পাঁচ টাকা বাকি দেওয়া না দেওয়াকে কেন্দ্র সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বাক বিতণ্ডা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment