রংপুরের রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন: ছাত্রলীগ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 2 May 2020

রংপুরের রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন: ছাত্রলীগ

রেখা মনি, রংপুর বিভাগ:

আসুন মানুষের পাশে দাড়াই, আর্ত মানবতার সেবায় আমরা সর্বদা নিয়োজিত। রংপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। কাজকর্ম না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা বানিজ্য। সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে রংপুর জেলাকে লগডাউন ঘোষনা দিয়েছে সরকার।
এমন পরিস্থিতিতে প্রতিদিনেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসহায়, দুস্থ ও কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী উপহার পৌছে দিচ্ছেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা প্রায় মাসের অধিক সময় ধরে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
মেহেদী হাসান সিদ্দিক রনি বলেন, করোনার প্রার্দুভাব দেখা দেওয়ার পর থেকেই আমরা নিজেরা উদ্যোগী হয়ে প্রথম হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করি। পরে লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে গরীব-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। নিজেদের অর্থায়ণ ছাড়াও আমাদের কিছু বড় ভাইদের সহযোগীতায় রাতের আধারে বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages