একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কৃষককে সহযোগিতা করলো ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ ৬ মে বুধবার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন আর রশিদ সুমনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা রোজা রেখে এই ধান কাটায় অংশ নেন।
বুধবার বেলা ১০টা থেকে দিন ভর উপজেলার পৌরশহরের গোবিনপুর (বাড়াইপাড়া) গ্রামের কৃষক রহিম সরকারের জমির পাকা ধান কেটে বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন আর রশিদ সুমন জানান, বর্তমানে করোনা ভাইরাসের কারণে উপজেলার কৃষকেরা অসহায় হয়ে পড়েছে। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের নেতা-কর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতা কর্মীরা ধান কাটা, আঁটি বাঁধা, বাড়ির আঙিনায় পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন করোনার কারণে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা কৃষকদের পাশে দাড়িয়েছি। আগামীতেও ছাত্রলীগের পক্ষ থেকে এ সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক,আল আমিন সরকার,রতন মন্ডল, মামুন মিয়া, বদিউউজ্জামান স্বপন, মাহামুদ, সুমন মিয়া, জীবন, ররকি, আকাশ, কাওসারসহ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ধান কাটার বিষয়ে কৃষক রহিম সরকার ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিক সংকটের ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এমন দুর্দিনে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমি খুব আনন্দিত।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment