মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসলে নেমে, পানিতে তলিয়ে নিখোঁজ হলেন বাদশা (২৭) নামে এক যুবক। উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পূর্বচর এলাকায় এ ঘটনা ঘটে। বাদশা ময়মনসিংহের গফরগাঁও এলাকার বাসিন্দা ও নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের টাইস মিস্ত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার বিকেল সাড়ে ৫ টায় বাদশা কাজ শেষে প্রতিদিনের ন্যায় সহকর্মীদের সাথে পদ্মায় গোসলে নামে। মাথায় শেম্পু দেওয়ার সময় হঠাৎ সে বাঁচাও বলে আত্বচিৎকার করে। সহকর্মীরাসহ স্থানীয়রা এগিয়ে যাওয়ার আগেই সে পদ্মার গহীনে তলিয়ে যায়।
এ ব্যপারে ফুলতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম একুশে মিডিয়াকে বলেন, সংবাদ পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌছেছি। ফায়ারসার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজেও সন্ধান হয়নি। রাত হওয়ায় খোঁজা সম্ভব হচ্ছেনা। কাল সকালে আবার ডুবুরি দল নদীতে খোঁজবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment