রংপুর নগরীর পূর্ব ঘাঘটপাড়ার এলাকায় এক বসতবাড়ির বাথরুম থেকে ওএমএস এর ২৪ বস্তা চাল উদ্ধার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 20 May 2020

রংপুর নগরীর পূর্ব ঘাঘটপাড়ার এলাকায় এক বসতবাড়ির বাথরুম থেকে ওএমএস এর ২৪ বস্তা চাল উদ্ধার

রেখা মনি, রংপুর:
রংপুর নগরের মার্ডার মডেল পূর্ব ঘাঘটপাড়ায় তাজহাট থানাধীন এলাকায় গত১০/০৪/২০২০ইং পুলিশ কমিশনার  মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আলতাফ হোসেন, ইন্সপেক্টর রাজেশ কুমার চক্রবর্তী, এবিএম ফিরোজ ওয়াহিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানাধীন ওএমএস ডিলার মেসার্স মুগ্ধ এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোছাঃ মনিরা ইয়াসমিন, মৌসুমী এন্টারপ্রাইজ প্রোপাইটার মোছাঃ রেহেনা বেগমদ্বয়ের প্রতিনিধি মোঃ সোহেল রানা, পিতা- মৃত মনসুর আলী মন্ডল, সাং- রাঙ্গামাটি, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর, এ/পি সাং- পুর্ব ঘাঘট পাড়া,থানা- তাজহাট, আরপিএমপি, রংপুর এর বসত বাড়ীর বাথরুম হতে সরকারী  ওএমএসএর ২১ বস্তায় মোট ৬৩০ কেজি চাল এবং প্লাস্টিকের সারের বস্তায় ১৪০ কেজি চাউল জব্দ করা হয়। 
এ সংক্রান্তে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর, রংপুরের সাইলো অপারেটিভ, চট্রগ্রাম সাইলো ইসতিয়াক আহমেদ বাদী হয়ে তাজহাট থানার মামলা দায়ের করেন। মামলা  নং-৯  ধারা-বিশেষ ক্ষমতা আইনের ২৫ রুজু করেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages