একুশে মিডিয়া, নোয়াখালী রিপোর্ট:
জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ২৭৫ জন। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে জেলার সদর উপজেলায় ৪, বেগমগঞ্জে ৭, চাটখিলে ১ জন। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। মধ্যে ২ হাজার ৫৫২ জনের ফলাফল এসেছে। আইসোলেশনে রয়েছে ২৪৪ জন। যার মধ্যে কোভিড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে রয়েছেন ১৯ জন। সুস্থ হয়েছেন ২৭ জন।
জেলায় মোট আক্রান্ত ২৭৫ জনের মধ্যে রয়েছে বেগমগঞ্জে ১৩৬ জন, সদরে ৩৭ জন, কবিরহাটে ৩৮ জন, চাটখিলে ২১ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, হাতিয়ায় ৬ জন, সেনবাগে ৭ জন, কোম্পানীগঞ্জে ৭ জন ও সুবর্ণচর উপজেলায় ৮ জন।
আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ জন। তারা হলেন সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমিস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী ও সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment