হাসনাইন আহমেদ হাওলাদার:
দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সারাদিন অনেক বেশি তাপমাত্রা থাকলেও হঠাৎ করেই রাত সাড়ে ৯টা নাগাদ আকাশ ঢেকে যায় কালো মেঘে। এরপর শুরু হয় প্রচন্ড ঘূর্ণি বাতাস সাথে বৃষ্টিও। উপজেলার দক্ষিণ কুতবা গ্রামে কাল বৈশাখী এ ঝড়ে লন্ড ভন্ড ডেইরী খামার ও বসত ঘর। এতে ২ জন আহতের খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৭মে) রাত ০৯ টার দিকে উত্তর পশ্চিম দিক থেকে হঠাৎ ধেয়ে আসা কাল বৈশাখী ঝড়টি দক্ষিণ কুতুবা গ্রামের নতুন বাজার সংলগ্ন আদর্শ ডেইরী খামারে আঘাত হানে। এতে খামারের ঘরটি ও পাশে থাকা বসত ঘরটি উড়ে গিয়ে পড়ে ও দুমরে মুচরে যায়। ঝড়ের তান্ডবের কবলে পড়ে গুরুতর আহত হয় খামার পরিচালক আঃ হালিম ও কর্মচারী জাকির হোসেন।
আহত খামার পরিচালক আঃ হালিম জানান, ঝড়ে খামারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেন তিনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment