করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও ৪ পুলিশ সদস্য - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 5 May 2020

করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও ৪ পুলিশ সদস্য

মোহাম্মদ জিপন উদ্দিন, নগর প্রতিবেদক:

চট্টগ্রামে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে নতুন ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জন বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল বলেন, পরপর দুইবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় চার পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সুস্থ হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত চট্টগ্রামে ২৪ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যুবরণ করেছেন ৮ জন। একইসাথে চট্টগ্রামে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১১০ জন। এর মধ্যে সর্বশেষ গতকাল (৪ মে) সর্বোচ্চ সংখ্যক নতুন করোনা রোগী শনাক্ত হয় ১৬ জন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages