একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
দেশে করোনাভাইরাস (কোভিট-১৯) মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট্র ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২০ মে বুধবার বিকেলে পৌরসভার এস,এম সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রফেসর পাড়ার চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, থানা অফিসার অফিসার ইনচার্জ ( ওসি)মাসুদুর রহমান, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক ফজলুল হক দুদুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ঈদ সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ করোনাভাইরাস প্রতিরোধে সকলকে একসঙ্গে কাজ করার পাশাপাশি নিজে সুস্থ থাকুন-অপরকে সুস্থ থাকতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment