একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক- মোহাম্মদ আবুল বাশার:
ঈদের আনন্দ আসবে দেশে
আনন্দ কি আসবে?
আগের মতো শিশুদের
মুখে কি হাসবে ফোটবে?
খোলা বিলে দূর-আকাশে
দেখবে ঈদ আনন্দের চাঁদ?
দিকবেদিক ছুটাছুটি করে
মেটাবে কি মনের তৃপ্তি ?
ঈদের দিনে শিশুর পরনে
জুটবে কি নতুন পোশাক?
পরিবারের সাথে অভিমান করে
মনে ভীষণ রাগ।
ঈদের দিনে নাস্তা-সেমাই
দিবে কি তোমার মুখে?
গাল ফুলিয়ে থাকবে নাকি?
কাঁদবে দুঃখে দুঃখে।
ঈদের দিনে ঈদের মাঠে
হবে তাদের কি যাওয়া?
লকডাউনে বেড়াতে যাওয়া
হবে কি নানা বাড়ি?
সারা দেশ আছে স্বাস্থ্য ঝুঁকি
চলছে না কোনো গাড়ি।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে জরাজীর্ণ জীবনমান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment