রংপুরে কম্বাইন্ড হারভেস্টর মেশিনে ধান কাটছেন কৃষক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 7 May 2020

রংপুরে কম্বাইন্ড হারভেস্টর মেশিনে ধান কাটছেন কৃষক

রেখা মনি, রংপুর বিভাগ:

রংপুরে উৎপাদন খরচ কমানোসহ শ্রমিক সংকট নিরসনে চলতি ইরি-বোরো মৌসুমে কম্বাইন্ড হারভেস্টর মেশিনে ধান কাটা শুরু করা হয়েছে। ভর্তুকি মূল্যে দেয়া কম্বাইন হারভেস্টর মেশিনে এই কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলার গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের নবনীদাস গ্রামে ধান কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম।
কিস্তি সুযোগে মেশিন ক্রয়ের সুবিধা থাকায় নবনীদাস গ্রামের কৃষক লাবলু মিয়া ,বড়বিল ইউনিয়নের কৃষক একরামুল এবং কামরুজ্জামান তিনটি মেশিন কিনেছেন। মেশিন দিয়ে দ্রুত সময়ের মধ্যে ধান কাটা ও উৎপাদন খরচ সাশ্রয় হওয়ায় কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টর মেশিনের চাহিদা বেড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম জানান, সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টর বিতরণ করে।  একেকটি মেশিনের মূল্য ২৮ লাখক্ টাকা। এর মধ্যে সরকারিভাবে ১৪ লাখ টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। বাকি টাকা কৃষককে কিস্তিতেও পরিশোধ করতে হবে।
এদিকে ধান কাটা কার্যক্রম উদ্বোধনকালে গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইম মোর্শেদ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages