কুমিল্লা জুড়ে তোলপাড় ৬৫ বছরের পুরুষের সাথে ৮ম শ্রেণীর ছাত্রীর বিয়ে। - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 12 May 2020

কুমিল্লা জুড়ে তোলপাড় ৬৫ বছরের পুরুষের সাথে ৮ম শ্রেণীর ছাত্রীর বিয়ে।

এম এ হাসান, কুমিল্লা:

কুমিল্লা জুড়ে তোলপাড় করোনা মহামারি তে ৬৫ বছরের পুরুষের সাথে ৮ম শ্রেণীর ছাত্রীর বিয়ে। হা বলতেছিলাম কুমিল্লার লালমাই উপজেলার পেরুল গ্রামের শামছুল হক শামু নামের ৬৫ বছরের পুরুষ এর সাথে পশ্চিম পেরুল গ্রামের মরিয়ম আক্তারের বিবাহের কথা।জানা যায় যে 
১০ই মে রবিবার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড পেরুল গ্রামের দীঘির পাড় বাড়ির শামছল হক শামু পশ্চিম পেরুল গ্রামের ইমান আলীর মেয়ে মোসা: মরিয়ম আক্তার কে দীর্ঘদিন যাবৎ প্ররোচনা দেখিয়ে শেষ পর্যন্ত ভুলিয়ে কুমিল্লা নিয়ে ৫ লক্ষ টাকা দেনমোহর ও ১ লক্ষ টাকা উসুল দিয়ে গত ১০ শে মে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৭ নং ওয়ার্ড কাজী মুজিবুর রহমানের অফিসে বিয়ে করেন।এলাকাবাসীর দেওয়া তথ্য মতে জানা যায় যে  মরিয়ম আক্তার পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
স্কুলে যাওয়া আসার সময় মরিয়ম প্রায় শামছল হক শামুর রিক্সায় করে যাতায়াত করতেন তাছাড়া, বর শামছল হক শামুর ছোট মেয়ে বর্তমান স্ত্রী মরিয়ম আক্তার একই ক্লাসের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়, শামছল হক শামুর মেয়ের বয়সী মেয়েকে বিয়ে  করায় এলাকায় অনেক চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে, জনমনে নানা কথা উঠছে এলাকা জুড়ে, তাছাড়া অষ্টম শ্রেণীতে পড়ুয়া মরিয়ম আক্তার আজও সাবালিকা কিনা প্রশ্ন সবার মনে।



একুশে মিডিয়া/এমএসএ

1 comment:

  1. ভাইয়া অষ্টম শ্রেণির মেয়ের বয়স হলেও কতো বছর হতে পারে?
    দেশে বিবাহের বয়স কমাই দিছে নাকি?

    ReplyDelete

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages