এম এ হাসান, কুমিল্লা:
চলমান মহামারী করোনায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকা থেকে পালিয়ে কুমিল্লা চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়নে আসলো নুর আলম নবী প্রকাশ হায়াতুননবী।সে উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা যায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার করোনা সনাক্ত হওয়ার পর চিকিৎসক তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কালে সে হাসপাতাল থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে।
গোপন সূত্রে তথ্য টি নিশ্চিত হয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ কর্মকর্তা সহ থানা পুলিশের একটি টিম স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার সহ আক্রান্ত ব্যক্তির বাড়ী এসে প্রয়োজনীয় চিকিৎসা কাগজ পত্র দেখার পর করোনায় পজিটিভ বিষয় টি নিশ্চিত হয়।
এই বিষয় টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হওয়া ব্যক্তি কে নিরাপদ কক্ষে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে আসছি পাশাপাশি উক্ত বাড়িটি লকডাউন করে আসছি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment