মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
ডেঙ্গু-এডিস মশার আক্রমণ থেকে বাঁচতে পলাশবাড়ী পৌরসভায় ফগার মেশিন দিয়ে কেমিক্যাল স্প্রে শুরু হয়েছে।
আজ ১ লা জুন সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন, পলাশবাড়ী পৌর প্রশাসক আবু বকর প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, উপজেলা আওয়ামীলীগ
সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, এনামুল হক সরকার মকবুল, পৌর ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, পৌর সচিব মুনছুর আলম প্রমুুখ।
পৌর প্রশাসক আবু বকর প্রধান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পৌর এলাকায় এডিস মশার বিস্তার রোধে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার ২৪টি গ্রামে ফগার মেশিন দিয়ে কেমিক্যাল স্প্রে করা হবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment