একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রসরাই গ্রামে দীন ইসলাম(২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরের পাশে ওই যুবক আত্মহত্যা করেন।
নিহত দীন ইসলাম লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামের অদুদ মিয়ার ছেলে।
লক্ষীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার তমিজ উদ্দিন জানান, রাতে খাওয়া দাওয়ার পর পরিবারের সাথে ঘুমিয়ে পড়ে দীন ইসলাম। রাতে কখন যে বাড়ির সকলের অজান্তে ঘরের পাশে রাতা গাছের মধ্যে গলায় দড়ি পেঁচিয়ে দীন ইসলাম আত্মহত্যা করেছে। ভোর রাতে মা নামাজ পড়তে উঠে দেখে গাছের সাথে তার ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
দোয়ারাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment