মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
করোনা ভাইরাস বিপর্যয়ে ঢাকা-১ আসনের সংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানে আহবানে, ডলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীনের নিজস্ব অর্থায়নে দরিদ্র ও অসহায়দের মাঝে উপহার বিতরণ করা হয়। সোমবার সকালে নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন দরানির উপস্থিতিতে পশ্চিমচর কার্যালয়ে ৭৪০ টি দরিদ্র পরিবারের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
ডলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন জানান,মাননীয় এমপি মহোদয়ের আহবানে আমার নিজস্ব অর্থায়নে করোনা বিপর্যয়ে পড়া কর্মহীন , দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও ঈদ পরবর্তী সময়ে খাদ্যসামগ্রী বিতরন করা হচ্ছে।তিনি আরও বলেন, উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মহীন সাড়ে সাত হাজার পরিবারের মাঝে ঈদ উপহার ও ঈদ পরবর্তী সময়ে খাদ্য সামগ্রী বিতরনের কাজ চলছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment