এম এ বাশার, কুমিল্লার প্রতিনিধি:
কুমিল্লায় করোনা সংক্রমণ, মৃত্যু ও শনাক্ত লাগামহীন গতিতে বেড়েই চলছে। বৃহসপ্রতিবার (১৯ জুন) এক দিনেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আর ও ৫ জন।
এদিকে শুক্রবার প্রাপ্ত ফলাফলে আরও ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭১জনে। শুক্রবার পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। কুমিল্লা সিভিল সার্জন অফিস ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, শুক্রবার প্রাপ্ত ফল অনুসারে নতুন করে আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ৪১জন, দেবিদ্বারে ১৩ জন, লাকসামে ১ জন, মুরাদনগরে ২ জন, নাঙ্গলকোট মৃত্যু ১ সহ ১৭ জন, লালমাই ৬ জন,আদর্শ সদর ৮ জন,মেঘনায় ১ জন, সদর দক্ষিন ৩ জন,ও দাউদকান্দি ১ জন,শনাক্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত দেবিদ্বার ২৬৮ জন, মুরাদনগরে ২০৬ জন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫৮৯ জন লাকসামে ১৭০ জন চান্দিনায় ১৬১জন, তিতাসে ৬৭ জন, দাউদকান্দি ৯৩ জন, বরুড়ায় ৭০ জন, মনোহরগঞ্জ ৫৪ জন, ব্রাহ্মণপাড়া ৪৯ জন, নাঙ্গলকোট ১২৬ জন, হোমনায় ৫১ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৫৯ জন, লালমাই ৩০ জন,বুড়িচং ১৩৮ জন, চৌদ্দগ্রাম ১৮৯ জন, আদর্শ সদর ১০৫ জন,মেঘনা ২৪ জন,ও কুমিল্লা মেডিকেল কলেজ ২৯ জন তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলা থেকে ১৫ হাজার ৪৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ১৯৪ জনের। করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৯৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৭১ জন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment