রেখা মনি, রংপুর:
গণপরিবহনে যাত্রী বহনে স্বাস্থ্যবিধি মানাসহ সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আজ ০৪ ঠা জুন জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এর নেতৃত্বে রংপুর-ঢাকা মহাসড়কসহ রংপুর মহানগরীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীপরিবহনে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
এছাড়া জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে সাধারণ যাত্রী ও পরিবহন কর্মীদের মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ এবং স্প্রে মেশিন বিতরণ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment